যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ৫০ লক্ষ-টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করছে ইস্টবেঙ্গল
তার সাথে ইস্টবেঙ্গলের তরফ থেকে নেওয়া হচ্ছে এই সমস্ত কর্মসূচি
ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। এইবারের যশ ঘূর্ণিঝড়ে মোটামুটি গত বছরের আম্ফান এর মত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার উদ্ধার কার্য। এই উদ্ধার কাজে সহায়তা করার জন্য এইবারে রাজ্য সরকারের তহবিলে ৫০ লক্ষ টাকা দান করতে চায় কলকাতার ক্লাব ইস্টবেঙ্গল। রবিবার ক্লাব সচিব কল্যাণ মজুমদার বলেছেন, "আগামী কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্যে আগমন ঘটতে চলেছে ঘূর্ণিঝড় যশের। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আমরা আসন্ন ধ্বংসলীলার কথা বিচার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তহবিলে ৫০ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছে।"
শুধু তাই নয় এই করোনা অতিমারি পরিস্থিতিতে কলকাতা ময়দানের সমস্ত দুস্থ এবং অসহায় মানুষকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে ইস্টবেঙ্গল। প্রতিদিন দুইবেলা করে টানা এক মাস পর্যন্ত এই খাবার বিতরণ এর কর্মসূচি চালানো হবে ইস্টবেঙ্গল এর তরফ থেকে। ইস্টবেঙ্গল কর্মকর্তারা জানান, যতদিন না পর্যন্ত এই করোনা পরিস্থিতি ঠিক হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।