বারবার সুযোগ নষ্টের খেসারত, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল হারলো ২-০ ব্যবধানে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 10:18 p.m.
ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি @facebook/IndianSuperLeague

এই হারের পরে ১৫ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে একেবারে লীগ তালিকার দশম স্থানে রয়ে গেল ইস্ট বেঙ্গল।

বারবার আক্রমণ করেও সুযোগ নষ্টের খেসারত দিল এবার এসএসসি ইস্টবেঙ্গল। আজকের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফাওলারের দল হারলো ২-০ গোলে। ম্যাচের প্রথম থেকেই চেনা ছন্দে ছিল না ইস্টবেঙ্গল। এই হারের পরে ১৫ ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে একেবারে লীগ তালিকার দশম স্থানে রয়ে গেল ইস্ট বেঙ্গল। অন্যদিকে লীগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এলো ১৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি।

আইএসএল এর এই সংস্করণে প্রথমবারের জন্য যখন ইস্টবেঙ্গল এবং বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল তখন লাল হলুদ জয়লাভ করেছিল ১-০ ব্যবধানে। এবারে সেই হারের বদলা নিলেন সুনীল ছেত্রীরা। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একাধিকবার আক্রমণে ওঠে ব্যাঙ্গালুরু এফসি। ধীরে ধীরে খেলায় ফিরতে থেকে ইস্টবেঙ্গল। ক্রমাগত আক্রমণ এবং প্রতি আক্রমণের পালায় টানটান হতে থাকে মোকাবিলা। তবে ম্যাচের প্রথম করে ১১ মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসির ক্লেইটন সিলভা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলরক্ষক দেবজিত মজুমদার এর আত্মঘাতী গোল ২-০ ব্যবধানে পিছিয়ে দেয় লাল-হলুদ কে। প্রথমার্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালালেও সফল হয়নি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন ঘটিয়ে খেলার গতি বাড়ায় ইস্টবেঙ্গল। কিন্তু বারবার গোলের সুযোগ তৈরি করার পরেও সেই সুযোগ নষ্ট করে দেন লাল-হলুদের খেলোয়াড়রা। ফলে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। নিজেদের মধ্যে প্রায় ৫০০ টি পাস খেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু বারবার গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিল এদিন লাল হলুদ।