আজ বাঙালির নববর্ষ, ধুমধাম করে বার পূজা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফুটবল ক্লাবে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/04/2022   শেষ আপডেট: 15/04/2022 5:29 p.m.
twitter.com/atkmohunbaganfc, twitter.com/QEBNA

মোহনবাগান ঘোষনা করল আসন্ন ম্যাচের টিকিটের দাম

আজ বাঙালির নববর্ষ। আজকের দিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বার পূজো পালন করল বাংলার দুই প্রতিষ্ঠিত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। করোনার কারণে গত দুবছর বন্ধ ছিল এই আনন্দানুষ্ঠান। তবে করোনার প্রকোপ কমতেই নিজস্ব ফর্মে ফিরে এসেছে ক্লাবগুলি।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবে প্রধানরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দোপাধ্যায়, শঙ্করলাল চক্রবর্তীরা। উপস্থিত ছিল জুনিয়র ফুটবলাররা। গত দুবছরের হতাশাকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে স্বপ্ন দেখার প্রয়াস লক্ষ্য হিসেবে নিয়েছে লাল হলুদ দল। এদিন প্লেয়ার ও সমর্থকদের আইএস‌এল য়ের ব্যাপারে আশ্বস্ত করলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

অন্যদিকে মোহনবাগানের বারপূজোয় উপস্থিত ছিলেন কোচ ও ফুটবলাররা। ফেরেন্দো, লিস্টনদের একঝলক দেখার জন্য ক্লাবে উপচে পড়ছিল সমর্থকদের ভীড়। এদিন ফেরেন্দোদের সম্বর্ধনা জানানো হয় ক্লাবের তরফ থেকে। পাশাপাশি ঘোষনা করা হয় মঙ্গলবারের এটিকে মোহনবাগান-ঢাকা আবাহনী ম্যাচের টিকিটের দাম। সর্বনিম্ন মূল্য ১০০ টাকা রাখা হয়েছে।