দিল্লির কাছে হার ধোনির চেন্নাইয়ের
পরপর দ্বিতীয় হার। ধোনির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!
দিল্লি ক্যাপিটালসের টিম পারফরমেন্সের সামনে হারিয়ে গেল চেন্নাই সুপার কিংস। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় সিএসকে। কিন্তু দিল্লির ওপেনার পৃথ্বীশ এবং শিখর ধাওয়ানকে ধরাশায়ী করার অস্ত্র ছিলনা চেন্নাইয়ের বোলারদের কাছে। ৯৪ রানের ওপেনিং পার্টনারশিপ এবং মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার এবং ঋশভ পান্থের ব্যাটিংয়ে ভর করে কুড়ি ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৫ রান করে দিল্লি। ৪৩ বলে ৬৪ রান করেন পৃথ্বীশ। ম্যাচের সেরাও তিনিই।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত অন্তরালে উইকেট হারাতে থাকে চেন্নাই। ফাফ ডু প্লেসিস খানিক চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১৩১ রানই করতে পারে চেন্নাই। ফলে দিল্লির বিরুদ্ধে তাদের হারের ব্যবধান ৪৪ রান। টিমের রান তাড়া করার সময় কেনো আরও আগে ব্যাট করতে নামছেন না ধোনি সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও।