লন বল, টেবিল টেনিসে সোনা, ভারোত্তোলন, ব্যাডমিন্টনে রূপো, পঞ্চম দিনের শেষে ভারতের ঝুলিতে কতগুলি পদক?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/08/2022   শেষ আপডেট: 03/08/2022 7:51 a.m.
লন বল https://twitter.com/WeAreTeamIndia/

মিক্সড টিম ইভেন্টে ফাইনালে মালয়েশিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল গত বারের চ্যাম্পিয়ন পিভি সিন্ধুদের

ইতিমধ্যেই কমনওয়েলথ গেমস এর সোনা এবং রুপো চলে এসেছে ভারতের ঝুলিতে। ভারোত্তোলনে পুরুষ বিভাগে অচিন্ত্য শিউলি, বিকাশ‌ ঠাকুর এবং সংকেত সড়গড় দেশের মুখ উজ্জ্বল করেছেন। টেবিল টেনিসে সোনা এসেছে। এসেছে লন বলেও। আর এবার তৃতীয়বারের মতো ভারোত্তোলনে ফের সোনা জয়ের স্বপ্ন দেখছে ভারত। মহিলাদের সাতাশি কেজি বিভাগে স্ন্যাচের দ্বিতীয় প্রচেষ্টায় ৯৫ কেজি ওজন তুললেন উষা বান্নুর। প্রথম প্রচেষ্টায় তিনি তুলেছিলেন ৯০ কেজি অর্থাৎ ম্যাচে ঊষার মোট ওজন এসে দাঁড়ালো ১৮৫ কেজিতে।

পাশাপাশি, ব্যাডমিন্টনের মিক্সড টিমের ফাইনালে মহিলাদের সিঙ্গেলস এর প্রথম গেমে মালয়েশিয়ার গো জিন উইকে হারালে পিভি সিন্ধু। কিন্তু শেষমেষ ৩-১ ব্যবধানে হেরে গিয়েই রুপোতেই শেষ করতে হলো গতবারের চ্যাম্পিয়ন পি ভি সিন্ধুদের। যদিও পুরুষদের বিভাগে মিক্সড টিমের ফাইনালে প্রথম ম্যাচের পর হেরে গিয়েছিলেন ভারতের সাত্বিক-চিরাগ জুটি।

স্কোয়াশে মহিলাদের সিঙ্গেলস এর প্লেট সেমিফাইনালে পাকিস্তানের ফাইজা জাফরকে ৩.০ হারিয়ে ফাইনালে উঠেছেন ভারতের সুনয়না কুরুভিল্লা। অন্যদিকে, টেবিল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতেছে ভারত। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হকি ম্যাচে হেরে গিয়েছে ভারত। লন বলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সোনা জিতেছে ভারতের মহিলা কমনওয়েলথ গেমসে লন বলে ভারতের এটি প্রথম পদক। পঞ্চম দিনের শেষে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩টি। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ।