আর দর্শকশূণ্য স্টেডিয়াম নয়, ভরা গ্যালারির অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী
উদ্বোধন করলেন কিশোর ভারতী স্টেডিয়াম
করোনাকালে খেলাধুলা হলেও গ্যালারি ছিল দর্শকশূণ্য। শূণ্য গ্যালারি পূর্ণ করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল গোকুলাম কেরল এফসি বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কলকাতায় উদ্বোধন হল কিশোর ভারতী স্টেডিয়ামের যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বলেই পরিগণিত হবে। স্টেডিয়াম থেকে সরাসরি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে দুই দলের প্লেয়ারদের পরিচিতি পর্ব সেরে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই স্টেডিয়ামের শুভ সূচনা হল। এই স্টেডিয়ামে রয়েছে ১৪,১০০ টি দর্শকাসন যার মধ্যে ২৫০০ টি ভরাট ছিল গতকাল।
ই-এম বাইপাসের ধারে এই স্টেডিয়ামটির উদ্বোধন করে অরূপ বিশ্বাস বলেন, "বাংলা ও ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এই স্টেডিয়াম তৈরি করা হল। ফিফা থেকে শুরু করে এআইএফএফ ও আইএফএ পরিচালিত সব প্রতিযোগিতা এই স্টেডিয়ামে আয়োজিত হতে পারে।" সর্বভারতীয় ফুটবল সংস্থার সহ সভাপতি সুব্রত দত্তও বলেন, আরও একটি মাঠ চালু হওয়ায় অন্য স্টেডিয়ামগুলির ওপর চাপ কমবে। অনুর্দ্ধ সতেরো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। ভবিষ্যতে এরকম আয়োজন হলে কিশোর ভারতী স্টেডিয়াম একেবারে তৈরি।