ঘরের মাঠে বড় হার চেলসির, ব্রমের কাছে ৫টি গোল হজম করে চাপে তুহেলের দল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2021   শেষ আপডেট: 04/04/2021 5:55 a.m.
চেলসি বনাম ওয়েস্ট ব্রম অ্যালবিয়ন twitter@wba

এর আগে চেলসি এর থেকে বেশি ব্যবধানে কখনো হারেনি তাদের ঘরের মাঠে

ঘরের মাঠে বড় ধাক্কা নীল ব্রিগেড চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রম্যুইচ অ্যালবিয়নের কাছে ৫-২ গোলে পরাজিত হল চেলসি। এর আগে কখনোই এই দলটি ঘরের মাঠে ৫ গোল হজম করেনি তার প্রতিপক্ষের কাছে। ফলে চেলসি সাপোর্টারদের জন্য এই হার অত্যন্ত হতাশাজনক। এর আগে, ঘরের মাঠে চেলসির সবথেকে বড় হার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। ১৯৯৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসিকে স্ট্যামফোর্ড ব্রিজে ৪-১ গোলে পরাজিত করেছিল। থমাস তুহেল এর দল চেলসি বেশ কিছুদিন ধরে বেশ ভালো পারফর্মেন্স করছিল। ১৪ ম্যাচে টানা অপরাজিত ছিল চেলসি। তবে এই রেকর্ড থেকে একেবারে ভেঙে তছনছ হয়ে গেল তাদের ঘরের মাঠে। চেলসির আগামী ম্যাচ পোর্তোর বিরুদ্ধে। তার আগে, এত বড় ব্যবধানে হারের ফলে বর্তমানে বেশ চাপে চেলসি।

ম্যাচের প্রথম দিকে চেলসি বেশ ভাল শুরু করেছিল। মাত্র ২৭ মিনিটের মাথায় পুলিসিচ চেলসির হয়ে প্রথম গোলটি করেন। কিন্তু সমস্ত সমীকরণ উল্টে যায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। সেই মুহূর্তে পরপর দুটি গোল করে ওয়েষ্ট ব্রমকে এগিয়ে দেন ম্যাথিউস পেরেরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ব্রমকে এগিয়ে নিয়ে যান ক্যালাম রবিনসন এবং এম্বায়ে দিয়ানে। তারপর ম্যাসন মাউন্ট চেলসির হয়ে একটি গোল করেন। ম্যাচের ব্যবধান তখন ২-৪। এরপর ব্রমের হয়ে শেষ গোলটি করে ম্যাচ শেষ করে দেন ক্যালাম রবিনসন।