২২৩ রানও সেফ নয় আইপিএলে?

রুদ্ররূপ মুখোপাধ্যায়
প্রকাশিত: 28/09/2020   শেষ আপডেট: 28/09/2020 1:58 a.m.
-twitter

পাঞ্জাবের ২২৩ চেজ করতে গিয়ে ৩ বল বাকি থাকতে ২২৬ করে দিলো রাজস্থান

প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের ১০৬। কে এল রাহুলের ৬৯। সবমিলিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৩ রান করে দেওয়ায় অনেকেই ধরে নিয়েছিলো পাঞ্জাব জিতবেই। কিন্তু ক্রিকেট দেবতা আর সারজার মাঠ অন্য কিছু প্ল্যান করে রেখেছিলো হয়তো। অত রান করেও শেষরক্ষা হলো না পাঞ্জাবের। রাজস্থানের ব্যাটিংয়ের কাছে যেন ২২৩ টাও কম মনে হলো। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ২২৬ করে দিলো রাজস্থান রয়্যালস।

রাজস্থানের হয়ে অর্ধ শতরান করেন অধিনায়ক স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন এবং রাহুল তেওয়াটিয়া। ৪২ বলে ৮৫ করে সঞ্জুই ম্যাচের সেরা। যদিও ১৮ তম ওভারে ৫ টা ছক্কা মেরে রাজস্থানকে ৪ উইকেটে জেতানোর অন্যতম কান্ডারী রাহুল তেওয়াটিয়া।

দেখুন হাইলাইটস: