দীর্ঘ আট বছরের ডেকান বনাম বিসিসিআই মামলার নিষ্পত্তি, কি লেখা হলো বিসিসিআইয়ের ভাগ্যে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/06/2021   শেষ আপডেট: 17/06/2021 6:52 a.m.
-facebook

ডেকানকে ৪,৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বিসিসিআইকে?

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং তার বোর্ড বিসিসিআই। বিসিসিআই এর বিরুদ্ধে ডেকান চার্জার্সকে ৪,৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা চলছিল দীর্ঘ ৮ বছর ধরে। ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজি দাবি করেছিল আইপিএল থেকে তাদেরকে অনৈতিকভাবে ছেঁটে ফেলেছিল বিসিসিআই। কিন্তু বিসিসিআইয়ের দাবি, সেরকম ব্যাপার না, বরং তারা চুক্তি ভঙ্গ করেছে। ২০১২ সালে তৎকালীন সময়ে বোর্ড সভাপতি ছিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন। এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১২ সালে আর্থিক ক্ষতিপূরণ দাবি নিয়ে বিসিসিআই এর বিরুদ্ধে মামলা দায়ের করে ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজি।

এতদিন ধরে সেই মামলা চলছিল বোম্বে হাইকোর্টে। কয়েক বছর আগে ডেকান চার্জার্সকে এই বিশাল অর্থ জরিমানা দেওয়ার ব্যাপারে বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন বোম্বে হাইকোর্টের আরবিট্রেটর অবসরপ্রাপ্ত বিচারপতি সি কে ঠক্কর। সেই রায়ের বিরোধিতা করে উচ্চতর বেঞ্চে যায় বিসিসিআই। উচ্চতর বেঞ্চে বিচারপতি জি এস প্যাটেল আরবিট্রেটরের এই নির্দেশকে সম্পূর্ণ অমান্য করে বোর্ডের পক্ষে রায় দিয়েছেন। দীর্ঘ আট বছর ধরে বিসিসিআই এবং ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজির মধ্যে এই মামলা চলে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে ২০০৯ সালের আইপিএল বিজয়ী ডেকান চার্জার্সের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে বিসিসিআই। এই কারণে আইপিএল থেকে ডেকান চার্জার্সকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।