শুটিং বিশ্বকাপে ভারতের প্রতিনিধি বাংলার ছেলে, স্বপ্নের উড়ান সৃঞ্জয়-র
আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে মিশরের রাজধানী কায়রোতে এই শুটিং বিশ্বকাপ শুরু হতে চলেছে
আবারো বিশ্বের মঞ্চে সাফল্যমন্ডিত বাঙালি। শুটিং বিশ্বকাপে এবার ভারতীয় সিনিয়র দলে ডাক পেলেন বাংলার ছেলে সৃঞ্জয় দত্ত (Srinjoy Dutta)। মিশরের রাজধানী কায়রোতে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে যে শুটিং বিশ্বকাপ শুরু হতে চলেছে সেখানে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে চলেছেন সৃঞ্জয়। এছাড়াও ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন তিনি।
অতিমারির কারণে এবছর বিশ্বের কোয়ালিফায়ার আয়োজন করা সম্ভব না হলেও, ৬৪ তম জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল পয়েন্টের হিসেবে সমস্ত খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। ক্রাইটেরিয়া না মেলার কারণে শুটিং বিশ্বকাপে মানু ভাকার, অভিশেক ভার্মা, দীপক কুমার, অশ্বিনী দেশওয়াল, এবং অপূর্বী চান্ডেলার মত শুটাররা অংশগ্রহণ করতে পারেননি। গত ২২ জানুয়ারি বাছাই পর্ব হওয়ার কথা থাকলেও, সেখানেই করোনা ভাইরাসের কারণে এই বাছাইপর্ব সম্পূর্ণরূপে স্থগিত করে দেওয়া হয়। তারপরেই শোনা গেল খুশির খবর, বাংলার ছেলেকে বাছাই করা হলো ভারতের প্রতিনিধি হিসেবে। তবে শুধুমাত্র তিনি একা নন, দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন রুদ্রংশ বালাসাহেব পাতিল, এবং দিব্যাংশ সিং পানওয়ার।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি দিল্লিতে ডঃ কর্নি সিং শ্যুটিং রেঞ্জে পৌঁছতে চলেছেন সৃঞ্জয়। সেখান থেকেই বেশ কিছুদিন বায়ো বাবলে কাটানোর পরে, সমস্ত করোনাভাইরাস বিধি মেনে ২৫ ফেব্রুয়ারি কায়রোর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় শ্যুটারদের দল। বাংলার ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি তার পরিবার এবং তার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা।