ডিফেন্সের শক্তি বাড়িয়ে মোহনবাগানে ব্রেন্ডন
১৭ বছর বয়সে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে মেলবোর্ন হার্টে সই করে নজির গড়েছিলেন তিনি
অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ব্রেন্ডন হামিলকে সই করাল এটিকে মোহনবাগান। সূত্রের খবর নিজেদের এশিয়া কোটার প্লেয়ার হিসাবেই ২৯ বর্ষীয় ডিফেন্ডারকে হামিলকে সই করাল সবুজ মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগানে আসার আগে ব্রেন্ডন মাইকেল হামিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন হার্ট, দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, ওয়েস্টার্ন ইউনাইটেডের হয়ে খেলেছেন।
১৭ বছর বয়সে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে মেলবোর্ন হার্টে সই করে নজির গড়েছিলেন তিনি। মোট ৩৫ টি ম্যাচ খেলেছেন, ৩ টি গোল রয়েছে তাঁর। অনূর্ধ্ব ১৭ বয়সে অস্ট্রেলিয়ার যুব দলের জার্সিতেও ১৬ টি ম্যাচ খেলেছেন ব্রেন্ডন। ৪ টি গোল রয়েছে তাঁর। অনূর্ধ্ব ২০ অস্ট্রেলিয়া দলের হয়ে ১৪টি ম্যাচ খেলে ১ টি গোল করেন তিনি।
এবার সবুজ মেরুন জার্সি গায়ে এটিকে মোহনবাগানের রক্ষণ সামলাতে দেখা যাবে তাকে। এদিকে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের মতো এ লিগে খেলা বিদেশি ফুটবলার ক্লাব ছেড়েছেন। ক্লাব ছেড়েছেন প্রবীর দাসও। দলে ভিড়েছে কে আশিক, আশিস রাই। এখন ব্রেন্ডনের উপরই ভরসা রাখছে মোহনবাগান।