দ্বিতীয় টেস্টে নাটকীয় প্রত্যাবর্তন বিরাট বাহিনীর, অশ্বিনের ঝুলিতে ৫ উইকেট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2021   শেষ আপডেট: 14/02/2021 6:36 p.m.
ভারতীয় ক্রিকেট দল twitter@BCCI

আজ ৫ উইকেট নিয়ে ভাজ্জির রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

ঠিক যেন অস্ট্রেলিয়া সিরিজের পুনরাবৃত্তি ঘটল আজকের চেন্নাইয়ে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটারদের। আজ বিরাটবাহিনীর ৩২৯ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। ভারতীয় বোলারদের দাপটে ক্রিজে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের তাবড় ব্যাটসম্যানরা। তারমধ্যে আজ প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে ঘরের মাঠে পাঁচটি উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আজ পাঁচ উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ঘরের মাটিতে সবচেয়ে বেশি উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই জায়গায় আগে ছিলেন হরভজন সিং। সে ঘরের মাটিতে ২৬৫ উইকেট নিয়েছিলেন। আজকে সেই রেকর্ড ভেঙে রবিচন্দ্রন অশ্বিন ২৬৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এরপর প্রথম স্থানে আছেন কিংবদন্তির স্পিনার অনিল কুম্বলে। তার ঘরের মাঠে নেওয়া উইকেট সংখ্যা ৩৫০ টি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ৩৫০ টি উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন।

আজ ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারত তাদের ইনিংস শেষ করে ৩২৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্রথম ওভারে রোরি বার্ণসকে আউট করেন ইশান্ত শর্মা। তারপর স্টুয়াট বোর্ডকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন রবিচন্দ্রন অশ্বিন। সে আজ সিবলি, লরেন্স, স্টোকস, স্টোন ও ব্রডের উইকেট পায়। শেষ পর্যন্ত ইংরেজদের ইনিংস ১৩৪ রানে শেষ হয়ে যায়।