মুম্বাই সিটি এফসি ছেড়ে মোহনবাগানের হয়ে খেলতে আসছেন গোলরক্ষক অমরিন্দর সিং
অন্তনিও লোপজ হাবাসের সঙ্গে খেলতে বেশ আগ্রহী এই ফুটবলার
মুম্বাই সিটি এফসিকে বিদায় জানিয়ে এটিকে মোহনবাগানে আসতে চলেছেন সেখানকার গোল রক্ষক অমরিন্দর সিং। পাঁচ বছরের দীর্ঘ মেয়াদী চুক্তি করে মোহনবাগানের সঙ্গে খেলতে আসছেন তিনি। গত ৮ এপ্রিল প্রথমবার জানা গিয়েছিল অমরিন্দর সিং এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছেন। টানা পাঁচ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই চুক্তি করে অত্যন্ত খুশি মন নিয়ে অমরিন্দর সিং বললেন, "এর আগে অ্যান্টোনিও লোপজ হাবাস এর কোচিংয়ে খেলতে পারলেও সেটা অত্যন্ত কম সময়ের জন্য পেয়েছিলাম। হাবাসের সঙ্গে আমার ভাবনা চিন্তা মেলে। তাই যদি আমরা একসাথে যুক্ত হৈ, তাহলে আমরা ফুটবলারদের মধ্যে থেকে সেরা খেলাটা বের করে আনতে পারব।" তবে কলকাতায় এই প্রথম নয়, ২০১৫-১৬ সালের সময় অ্যান্টোনিও লোপজ হাবাস এর প্রশিক্ষণে খেলেছেন। আবারো একবার সবুজ মেরুন জার্সিতে আমরা দেখতে পাব অমরিন্দর সিংকে।
অমৃনদর সিং জানিয়েছেন , এটিকে মোহনবাগানের সঙ্গে যোগদান করা তার জীবনের একটি অন্যতম বড় অধ্যায় হতে চলেছে। এছাড়াও ২০১৬ সালে আইএসএলে সোনার গ্লাভস জয়ি এই দলের জন্য। সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, মুম্বাই সিটি এফসি সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে তিনি আসতে চলেছেন এটিকে মোহনবাগানে খেলতে।