আইপিএলের ব্যাটিং সংক্রান্ত যাবতীয় রেকর্ড আপনাদের জন্য
ব্যক্তিগত সর্বোচ্চ রান কার? বা সবথেকে বেশি সেঞ্চুরি? জেনে নিন সবটা
আইপিএল মানেই রোজ নতুন নতুন রেকর্ড। আর আইপিএল শুরুর ৬ দিনের মাথায় আপনি যদি সেগুলো নিয়ে ওয়াকিবহাল না হন তাহলে চলবে কি করে? আসুন দেখে নিই শেষ ১২ বছরের আইপিএলে হয়ে থাকা ব্যাটিং সংক্রান্ত সব রেকর্ড এক ঝলকে -
আরও পড়ুন
- সর্বোচ্চ রানের মালিক - বিরাট কোহলি (৫৪১২)
- এক ইনিংসে সর্বোচ্চ রান - ক্রিস গেইল (১৭৫*)। আরসিবির হয়ে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে।
- সেরা ব্যাটিং অ্যাভারেজ - ডেভিড ওয়ার্নার (১২৬ ইনিংস খেলে ৪৩.১৭)
- সেরা স্ট্রাইক রেট - আন্দ্রে রাসেল ( ১৮৬.৪১ )
- সবথেকে বেশি সেঞ্চুরি - ক্রিস গেইল ( ৬ টি )
- সবথেকে বেশি হাফ সেঞ্চুরি - ডেভিড ওয়ার্নার ( ৪৪ টি)
- সবথেকে বেশি বার ৫০ এর রান - ডেভিড ওয়ার্নার ( ৪৮ বার- ৪ টি সেঞ্চুরি এবং ৪৪ টি হাফ সেঞ্চুরি)
- দ্রুততম সেঞ্চুরি - ক্রিস গেইল ( ৩০ বলে- আরসিবির হয়ে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে )
- দ্রুততম হাফ সেঞ্চুরি - কে এল রাহুল ( ১৪ বলে- পাঞ্জাবের হয়ে ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। )
- একটা সিজনে সর্বোচ্চ রান - বিরাট কোহলি ( ৯৭৩ রান - আরসিবির হয়ে ২০১৬ সিজনে )
- সবথেকে বেশি ছক্কার মালিক - ক্রিস গেইল ( ৩২৬ টি )
- সবথেকে বেশি চারের মালিক - শিখর ধাওয়ান ( ৫২৪ টি )
- একটা ইনিংসে সবথেকে বেশি ছক্কা - ক্রিস গেইল ( ১৭ টি - ২০১৩ আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে )
- সবথেকে বেশি বার শূন্য রানে আউট - হরভজন সিং এবং পার্থিব প্যাটেল ( ১৩ বার )