পঞ্চম ম্যাচের পরেও জয়ের মুখ দেখা হলো না ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের হয়ে অবশেষে খুললো গোলের খাতা!
ব্যর্থতার চরমতম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের গ্রুপ পর্যায়ে নিজেদের পঞ্চম ম্যাচে এসেও জিততে পারলো না তারা। আজ গোলের খাতা খুললেও হায়দ্রাবাদের কাছে হারলো ৩-২ ব্যবধানে।
আরও পড়ুন
ম্যাচের প্রথম ৫৫ মিনিটে মাঘোমা-র করা গোলে ১-০ তে এগিয়ে ছিলো ইস্টবেঙ্গল। কিন্তু ৫৬ মিনিটের মাথায় আরিডানের জোড়া গোলে ১-২ ব্যবধানে পিছিয়ে পরে ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটের মাথায় নর্জারি-র গোলে আরও ব্যবধান বাড়ায় হায়দ্রাবাদ। ৮১ মিনিটে মাঘোমা আরেকটি গোল করলেও শেষরক্ষা হলো না। পঞ্চম ম্যাচে চতুর্থ হারের মুখ দেখলো তারা। তবে গোলের খরা কাটায় লিগের পরের পর্যায়ে ভালো ফল পাওয়ার আশা দেখছেন সমর্থকরা।