পাটুলি ক্রসিংয়ে প্রতিবাদ পদযাত্রায় পশ্চিমবঙ্গের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সররা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2024   শেষ আপডেট: 22/08/2024 8:23 p.m.
-

"একটাই ডাক, একটাই দাবি- তিলোত্তমার বিচার বাকি"

কলকাতায় তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য থেকে দেশ। আঁচ পড়েছে বিদেশেও। নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে সরব হয়েছেন আমজনতা থেকে জনপ্রিয় শীর্ষ ব্যক্তিবর্গ। আজ পথে নেমেছে পশ্চিমবঙ্গের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সররা।

'একটাই ডাক, একটাই দাবি- তিলোত্তমার বিচার বাকি' এই মন্ত্রেই আজ ২২ অগস্ট সরগরম পাটুলি ক্রসিং।

আজ তথা ২২ অগস্ট, সন্ধ্যা ছ'টায় পাটুলি ক্রসিং মোড় থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত চলে প্রতিবাদ পদযাত্রা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ইউটিউবার ও ইনফ্লুয়েন্সররা।

বলাবাহুল্য, পশ্চিমবঙ্গের সকল ইউটিউবার কিংবা ইনফ্লুয়েন্সররা এই পদযাত্রায় সামিল হতে না পারলেও, কলকাতা এবং কলকাতা সংলগ্ন ইউটিউবার কিংবা ইনফ্লুয়েন্সরদের জনপ্লাবনে আজ সরগরম ছিল পাটুলি ক্রসিং। বৃষ্টিকে উপেক্ষা করেই স্লোগান চলে "We Want Justice"।