শীতের দাপুটে ইনিংস, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/12/2021   শেষ আপডেট: 20/12/2021 9:23 a.m.
instagram

জেলাগুলিতে পারদ-পতন অব্যাহত, দার্জিলিংয়ে তাপমাত্রার ওঠা-নামা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

গোটা দেশজুড়ে যেন শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কয়েকটি রাজ্যে গত কয়েকদিনে যে হারে তাপমাত্রার পতন ঘটেছে, তাতে শীতের দাপুটে ইনিংস আতঙ্ক ধরিয়েছে মানুষের মনে। উত্তরপ্রদেশ, দিল্লি-সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে তরতর করে পড়েছে তাপমাত্রা। পিছিয়ে নেই বাংলাও। গত ২ দিনের তুলনায় সোমবার তাপমাত্রার যে হারে পতন হয়েছে, তা এ মরশুমের সর্বনিম্ন। কলকাতাতে ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে যেন শৈত্যপ্রবাহ চলছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। উত্তরবঙ্গে তো কথাই নেই। শীতের দাপটে কাবু সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও আকাশ পরিষ্কার রোদ ঝলমলে থাকবে। আর তাপমাত্রার পারদ-পতন অব্যাহত থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। শহর কলকাতার তুলনায় জেলাগুলিতে আরও তাপমাত্রা কমেছে। এ মরশুমের শীতলতম দিন হতে চলেছে আজ।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রার উল্লেখযোগ্য পতন ঘটেছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নেমে গেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠা-নামা করছে। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে প্রবল শৈত্যপ্রবাহ চলছে। শীতের তীব্রতায় রীতিমতোই কাবু সাধারণ মানুষ। শহর কলকাতায় এত পারদ-পতন খুব কম বার হয়েছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন ধরেই চলবে, হাওয়া অফিস সূত্রে খবর।