ফিরেছে শীত, আগামী দুইদিনেও বাড়বে উত্তুরে হাওয়ার দাপট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2022   শেষ আপডেট: 17/01/2022 10:17 a.m.
instagram.com/street_licious_

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, দুদিন ধরে আবার নামতে শুরু করেছে পারদ

গত সপ্তাহের শেষে (Weekend) বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) গত শনিবার থেকে তাপমাত্রার গতি আবারও নিম্নমুখী। রবিবার পর্যন্ত তাপমাত্রা কমেছে প্রায় তিন ডিগ্রী।  আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা থাকবে এমনই শীতল।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত সপ্তাহে তাপমাত্রা বেড়ে গিয়েছিল বেশ কয়েক ডিগ্রী, বৃষ্টি হয়েছিল সমগ্র পশ্চিমবঙ্গে। তবে সেই প্রভাব কাটতে না কাটতেই আবহাওয়া ধরা দিয়েছে আবারো তার চেনা রূপে দুদিন ধরে একনাগাড়ে তাপমাত্রার হ্রাস লক্ষ্য করা গেছে। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৫ ডিগ্রী সেখানে সোমবার তাপমাত্রা কমে গিয়েছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে আলিপুর হাওয়া অফিস সূত্রে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, মহানগর কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে থাকবে কুয়াশা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রী সেলসিয়াস।