দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে? উত্তর জানতে মরিয়া আমজনতা

শ্রেয়া সাহা
প্রকাশিত: 20/06/2024   শেষ আপডেট: 20/06/2024 1:29 p.m.
instagram.com/street_licious_

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

দক্ষিণবঙ্গে যখন রোদের তাপে গা পুড়ছে, সে সময় সোশ্যাল মিডিয়ার দৌলতে ফোনে ভেসে আসছে দার্জিলিং-সিকিমের নানান দৃশ্য। কখনও দেখা মিলছে উত্তরবঙ্গের রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি- এসব দেখে দক্ষিণবঙ্গের আমজনতার কষ্ট বাড়ছে দ্বিগুন।

সপ্তাহ ধরে বৃষ্টির আশায় বসে থাকলেও, নেই বৃষ্টির দেখা। আগামিকাল মেঘলা আকাশ থাকলেও শেষমেশ দক্ষিণবঙ্গ মুখ দেখেনি বৃষ্টির। বরং তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি। তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। বইতে পারে ঝোড়ো হাওয়া। হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

এদিন কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

বলাবাহুল্য, সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ছুঁতে পারে। সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।