Weather Update: শীতের কি বিদায় শুরু? কী বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2022   শেষ আপডেট: 28/01/2022 9:11 a.m.
instagram

সরস্বতী পুজোয় হতে পারে বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণে আগামী দিন কয়েক জাঁকিয়ে শীত

ঘনঘন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এ বছরের বছর শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। টানা শীত খুব বেশিদিন স্থায়ী হয়নি। মাঝে মাঝে হালকা শীতের কামড় দিয়েই মুখ ফিরিয়ে নিয়েছে। এবার শীতের বিদায়ের পালা? হাওয়া অফিস সূত্রে তেমনটাই খবর। শীতের স্থায়িত্ব আর দিনকয়েক। তারপরেই বসন্তের শুভাগমন।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গোটা রাজ্যে জাঁকিয়ে পড়বে ঠান্ডা। আর এটাই হয়তো এই মরশুমের শীতের শেষ কামড়। তারপর থেকেই শীত কেটে গিয়ে বসন্তকালীন অনুভূতি আসবে বাংলা জুড়ে। শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। সকাল থেকেই থাকবে রোদ ঝলমলে আবহাওয়া। আর সূর্যের আলো ডুবলেই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রার পারদ পতন অব্যাহত থাকবে। রাজ্যের সর্বত্র ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় ৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে হাওয়া অফিসের খবর। ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে চড়তে পারে তাপমাত্রার পারদ। সরস্বতী পুজোর সময় হতে পারে বৃষ্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকেই পাকাপাকি ভাবে এবারের মতো শীতের বিদায় হতে পারে বলে খবর।

রাজ্যের অধিকাংশ জেলাগুলিতে আগামী দিন তিন-চারেক শীতের দাপুটে ইনিংস থাকতে পারে। এক ধাক্কায় কমতে পারে অনেকটাই তাপমাত্রা। তবে এর স্থায়িত্ব কাল খুব বেশিদিন নয়। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কেটে গিয়ে ঠেলে আসছে উত্তুরে হাওয়া। যদিও তা কতদিন স্থায়ী থাকবে তা নিয়ে রয়েছে ধন্ধ। কলকাতায়ও নেমেছে তাপমাত্রার পারদ। এ মরশুমের শীতের শেষ কামড় কি এটাই, বলছেন একাংশ।