"চা খেতে চলে এসো", নতুন চায়ের দোকান খুলে সোশ্যাল মিডিয়াতে ফের ভাইরাল চা কাকু মৃদুলবাবু
ইতিমধ্যেই কলকাতার অনেকে তাঁর দোকানে চা খেতে যাচ্ছেন
করোনার (Corona) প্রথম ঢেউয়ে লকডাউন (Lockdown) চলাকালীন সোশ্যাল মিডিয়াতে (Social Media) রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল "আমরা কি চা খাব না? খাব না আমরা চা?" উক্তিটি। এর স্রষ্টা ভাইরাল চা কাকু মৃদুল দেব (Mridul Dev)। একটি মাত্র লাইন বলে করোনা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এরপর এক বছর কেটে গেলেও বাঙালিরা চায়ের কাপে চুমুক দিতে গেলে এখনও মনে করে ভাইরাল চা কাকুর কথা। মৃদুলবাবু সেই চায়ের কীর্তিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে খুলে ফেললেন নিজের চায়ের দোকান। তিনি চায়ের দোকান খুলে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের চা খাওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা গিয়েছে চা কাকু তাঁর নতুন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি লিখেছেন, "আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানের চা খেতে চাও চলে এসো।" চা কাকু সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করতেই তা নিমেষের মধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়।
মৃদুল বাবুর চায়ের দোকানের লোকেশন জানাতে ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন তাঁর ছেলে। পেশায় চা কাকুর ছেলে স্বাস্থ্যকর্মী। তিনি বাবার জনপ্রিয়তাকে তুলে ধরে ইউটিউবে নিয়মিত পোস্ট করে থাকেন। ভিডিওতে তিনি জানিয়েছেন, "বাবার বয়স হয়েছে। সেই সাথে লকডাউনে রাজমিস্ত্রির কাজ সেভাবে পাওয়া যাচ্ছিল না। তাই অল্প পুঁজিতে পুরোনো দোকানটা নতুনভাবে খোলা হল। আপনারা সবাই আসবেন।" ইতিমধ্যেই কলকাতার অনেকে তাঁর দোকানে যেতে শুরু করেছেন। এমনকি দূর-দূরান্ত থেকে অনেক চা কাকুর ফ্যান তাঁর দোকানে এসে চা খাবেন বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন।