চলে গেলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়
স্বামী মৃত্যুর ৪ মাসের মধ্যেই চলে গেলেন দীপা চট্টোপাধ্যায়, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর ৪ মাসের মাথায় না ফেরার দেশে চলে গেলেন সৌমিত্র জায়া দীপা চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, কিডনির সমস্যা নিয়ে গত কয়েক দিন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত ২.৫৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাছাড়া দীর্ঘ ৪৫ বছর ধরে মধুমেহ রোগে ভুগছিলেন।
১৯৬০ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়। ছিলেন তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড়। দাম্পত্য জীবনে অভিনেতা সৌমিত্রের পাশে থাকার পাশাপাশি একা হাতে সামলেছেন সংসার। কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। 'বিলম্বিতলয়' , 'গাছ' , 'দুর্গা' ছবিতে অভিনেত্রী হিসেবে দেখা গেছে দীপা চট্টোপাধ্যায়কে। অভিনেতা সৌমিত্রকে গাছের ছায়ার মতো আগলে রেখেছিলেন। তাই সৌমিত্রের চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। এ প্রসঙ্গে কন্যা পৌলমী বসু বলেছেন, "বাপি (সৌমিত্র চট্টোপাধ্যায়) চলে যাওয়ার পর থেকেই মা বেঁচে থাকার ইচ্ছে হারিয়েছিল। সমানে আমাদের বলে যেত এবার আমায় যেতে দে।"
উল্লেখ্য গত নভেম্বরে টানা ৪০ দিন লড়াইয়ের পর আমাদের ছেড়ে গেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আর আজকে চলে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। পরিবারে রেখে গেলেন ২ সন্তান সৌগত চট্টোপাধ্যায় ও পৌলমী বসুকে।