চোর সন্দেহের বশে বেধড়ক অত্যাচার! দমদম সেন্ট্রাল জেলে মৃত্যু হল বন্দির
মৃত যুবক টিটাগড়ের বাসিন্দা, বয়স ১৯
দমদম সেন্ট্রাল জেলে (Central Jail, Dumdum) বন্দির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক টিটাগড়ে ধুন্ধুমার। ঘন্টার পর ঘন্টা ধরে বিটি রোড (BT Road) অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। যানজট তৈরি হতেই, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ চলে বলে অভিযোগ। ঠিক কী কারণে এই উত্তপ্ত পরিস্থিতি? সূত্রের খবর, চলতি মাসেই টিটাগড়ের বাসিন্দা বছর উনিশের মইনুদ্দিন খাঁ’র বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। গত ৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রাখা হয় সেন্ট্রাল জেলে।
এরই মধ্যে কাল সন্ধ্যায় মৃত্যু হল তাঁর। নিহত যুবকের পরিবারের অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন শুধুমাত্র সন্দেহের বশেই তার উপর বেধড়ক অত্যাচার করা হয়। এরফলেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। এর সঙ্গেই পরিবারের প্রশ্ন, দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর কেন দেওয়া হল না?
পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় ছুটে যান তাঁর পরিজনেরা। অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি মারধর করে থানা থেকে বের করে দেয় বলেও অভিযোগ পরিবারের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় বিটি রোডে বিক্ষোভ।