কাল থেকেই মেট্রোতে চালু হচ্ছে টোকেন পরিষেবা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/11/2021   শেষ আপডেট: 24/11/2021 6:56 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

স্মার্ট কার্ড নয়, টোকেন নিয়েই চলবে যাতায়াত

অপেক্ষার অবসান। করোনার ধাক্কা সামলে অবশেষে কাল থেকেই চালু হচ্ছে মেট্রোতে (Metro) টোকেন পরিষেবা। প্রায় ২০ মাস বহু ঝক্কি সামলে স্মার্ট কার্ড নিয়েই যাতায়াত করতে হয়েছে সকলকেই। নিত্যযাত্রীদের এই পদ্ধতিতে কোনও সমস্যা না হলেও, যারা হঠাৎ কোনও কাজে মেট্রোতে ওঠার পরিকল্পনা করতেন, তাদের ক্ষেত্রে প্রায়শই সমস্যা নজরে আসত।

তবে অবশেষে মেট্রোতে চালু হচ্ছে টোকেন পরিষেবা। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, টোকেন চালু হলে তা মানুষের হাতে হাতে ঘুরবে। কাজেই ছড়াতে পারে সংক্রমণ। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, টোকেনগুলোকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, একটি মেশিনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হবে এই টোকেনগুলি। যার নাম ইলেকট্রিক আল্ট্রাভায়োলেট লাইট। প্রতিটি মেট্রো স্টেশনেই ইতিমধ্যেই এই মেশিনের ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রের খবর, এই ধরনের ৪০টি মেশিন বসানো হয়েছে মেট্রোর বিভিন্ন স্টেশনে। এই মেশিনে নাকি টোকেনগুলি মাত্র ৪ মিনিট রাখলেই তা পুরোপুরি করোনামুক্ত হবে। এর ফলে টোকেন থেকে যাত্রীদের মধ্যে করোনা সংক্রমনের আশঙ্কা কম থাকবে।