প্রতিবাদ করায় 'হুমকি', ক্যাব চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
রাতের কলকাতায় সংবাদমাধ্যমের মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণ, গ্রেফতার ক্যাব চালক
খোদ কলকাতার (Kolkata) বুকে ক্যাব চালকের হাতে নিগ্রহের শিকার হলেন সংবাদমাধ্যমের কর্মী। সূত্রের খবর, রাত সাড়ে এগারোটা নাগাদ সংবাদমাধ্যমের মহিলা কর্মী এবং তাঁর বন্ধু স্কুটিতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ তাঁদের স্কুটির সামনে বারবার দাঁড়িয়ে পড়ছিল ক্যাবটি। ক্যাবের চালক মদ্যপ অবস্থায় ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। গাড়িতে চালক ছাড়াও আরও চারজন ছিল বলে খবর। বাধ্য হয়ে সেই মহিলা কর্মী স্কুটি থামিয়ে ক্যাবের চালককে ঠিকভাবে গাড়ি চালাতে বলেন। এমনকী মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাতে নিষেধ করেন। তখনই ক্যাব চালক অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকী সঙ্গী বন্ধু না থাকলে 'দেখে নেওয়ার' হুমকিও দেন বলে অভিযোগ।
ঠিক কী ঘটেছিল এদিন? দুই সংবাদমাধ্যমের কর্মী কাজ সেরে সল্টলেক থেকে স্কুটিতে ফিরছিলেন। বেহালা জেমস লং সরণীর কাছেই একটি ক্যাব তাঁদের গতিপথে বারবার বাধা তৈরি করছিল। সেই সময় ক্যাবের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এমনকী মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। মহিলা সংবাদমাধ্যমের কর্মী প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়ার হয় বলেও খবর। বাধ্য হয়ে মহিলা সংবাদমাধ্যমের কর্মী এবং তাঁর সঙ্গী মহিলা পুলিশ কন্ট্রোল রুমে ১০০ ডায়াল করে অভিযোগ দায়ের করেন। বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখনই ক্যাব চালক পালানোর চেষ্টা করলে পুলিশের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
রাতের কলকাতায় এমন অভিযোগ এর আগেও উঠেছে। ক্যাব চালকের এ হেন আচরণে নেটিজেনদের একাংশ তীব্র নিন্দা প্রকাশ করেছেন। অভিযুক্ত ক্যাব চালক বুবাই সামন্তের বিরুদ্ধে বেহালা থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।