বিধি মেনে কাল থেকেই খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ
করোনার দাপটে গত ১১ জানুয়ারি বন্ধ হয়েছিল গর্ভগৃহ দর্শন
কোভিডের গ্রাফ উর্ধ্বমুখী হতেই চলতি বছরের শুরু থেকেই রাজ্যজুড়ে জারি হয়েছিল কড়া বিধিনিষেধ। তবে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। আগের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ।
তাই বিধি শিথিল করে কাল থেকেই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে কালীঘাট মন্দিরের (Kalighat Temple) গর্ভগৃহ। এমনই সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট মন্দির (Kalighat Temple Authority) কর্তৃপক্ষ। জানানো হয়েছে, "বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল থেকেই খুলে যাবে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ।"
প্রসঙ্গত, করোনার দাপটে গত ১১ জানুয়ারি বন্ধ হয়েছিল গর্ভগৃহ দর্শন। ক্রমাগত বাড়তে চলা করোনা সংক্রমণ ঠেকাতেই গর্ভগৃহে দর্শকদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছিল সে সময়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই গর্ভগৃহ খোলার সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। তাই বিধি মেনেই কাল থেকেই পুণ্যার্থীদের জন্য খুলছে গর্ভগৃহ।