বদলাচ্ছে শেষ মেট্রোর সময়সীমা, তৈরী হবে নয়া স্মার্ট কার্ড, ঘোষণা কর্তৃপক্ষের
শুক্রবার থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চলছে
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে তিলোত্তমা (Kolkata)। ছাড় এসেছে কোভিড বিধিতেও। তবে পুরোপুরি তা শিথিল হয়নি। গতকালই নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, "তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে, তাই আরও কিছু দিন কষ্ট করতে হবে। তবে সংক্রমণের হার কমেছে বাংলায়। গ্রামাঞ্চলে টিকাকরণ বেড়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। সবাই জানতে চাইছে, লোকাল ট্রেন খুলছে না কেন, কবে থেকে খুলবে। কিন্তু এখনই তা চালু করে দিলে সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এখন দৈনিক ৬০০র মতো পজিটিভ কেস রয়েছে। তা দ্রুতই আরও কমিয়ে ফেলতে হবে। তা ছাড়া আমরা সব বাস, অটো, টোটো চালু করে দিয়েছি যাতে সকলে যাতায়াত করতে পারেন। জানি, লোকাল ট্রেনেও অনেকে যাতায়াত করেন। তাঁদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের সতর্কতার কথা ভেবে তা বন্ধই রাখতে হচ্ছে। তবে শহরতলি, জেলাগুলিতে ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হওয়ার পরই লোকাল ট্রেন চালু করা হবে।"
তবে নাইট কারফিউয়ের সময় কমতেই, মিলেছে সুবিধা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "শেষ মেট্রো রাত ন’টা পর্যন্ত পাওয়া যাবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। সে কারণেই শেষ মেট্রোর সময়সীমা বাড়ানো হল।"
এদিকে, শুক্রবার থেকে ৮টি অতিরিক্ত মেট্রো (Metro) চলছে। আপ ও ডাউন লাইনে চলছে ১১৪টি করে ট্রেন। পাশাপাশি সকাল ও বিকেলে অর্থাৎ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে।
তবে কর্তৃপক্ষের মতে, ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে না। এছাড়াও এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না। অর্থাৎ স্মার্ট কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে যাত্রীদের। তবে ফের ভোল বদলাচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড। আগে এই কার্ড একটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হওয়ায়, ব্যাঙ্কের লোগো দেওয়া স্মার্ট কার্ড এনেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। তবে এবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি হওয়ায় তাদের লোগো দেওয়া হাল্কা সবুজ ও সাদা রঙের নতুন স্মার্ট কার্ড আনার প্রক্রিয়া চলছে। এর ফলে ছ’লক্ষ নতুন স্মার্ট কার্ড তৈরি হবে।