মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ২০১৪ টেট উত্তীর্ণদের, ধুন্ধুমার হাজরা মোড়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/03/2022   শেষ আপডেট: 16/03/2022 11:41 a.m.

ব্যাপক যানজট তৈরি হয়েছে হাজরা মোড়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী

আটকে থাকা চাকরিতে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলেন ২০১৪ সালের টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণরা। তবে মাঝপথে তাদের রাস্তা আটকালো পুলিশ। যার জেরে বিক্ষোভ, ধস্তাধস্তি। পুলিশ এবং চাকরিপ্রার্থীদের খন্ডযুদ্ধে রণক্ষেত্র হাজরা মোড়। এলাকায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও টেটে নিয়োগ না হওয়ায় বিক্ষুব্ধ টেট উত্তীর্ণরা নিয়োগ-সহ অন্যান্য দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নিরাপত্তার খাতিয়ে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। এরপর দুপক্ষের মধ্যে চরম অশান্তি শুরু হয়। রীতিমতো খন্ডযুদ্ধের পর্যায়ে পৌঁছায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি। বেশ কিছু বিক্ষোপকারীকে প্রিজন ভ্যানে তোলা হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন একাধিক বিক্ষোভরত চাকরি প্রার্থী।

ঘটনায় হাজরা মোড় সংলগ্ন এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়। ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তাঁরা। তবে এর মাঝেও পুলিশের ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। রাস্তায় বসেও বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক চাকরিপ্রার্থী।

উল্লেখ্য, গত ডিসেম্বরেও টেট উত্তীর্ণদের একাংশ নিয়োগের দাবিতে রাস্তায় নামেন। সল্টলেকের করুণাময়ীতে বিক্ষোভ-অবরোধ করেন তাঁরা। অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। তখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা।