ছ'ঘন্টার অস্ত্রোপচারে বিরল রোগ নিরাময় এসএসকেএমে
দুমাসের শিশু পেল এক নতুন জীবন
দুমাসের শিশুর কপাল ঠিকরে বেরিয়ে আসা টিউমার সদৃশ একটি মাংসপিন্ড যাতে তার দু'চোখ প্রায় বুজে গেছে আর যার ভারেই কাঁদত শিশুটি। বাবা-মা'র সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এসএসকেএমে ছ'ঘন্টার অস্ত্রোপচরে সুস্থ হয়ে উঠল শিশু। 'ফ্রন্টো নেজাল এনসেফ্যালোসিস' নামে ওই রোগের ক্ষেত্রে খুলি ও নাকের সংযোগস্থলে কোনো হাড় না থাকায় মস্তিষ্কের নানা দেহরস ওই স্থলে পুঁজ আকারে জমতে থাকে ও বৃদ্ধি পায়।
তাহলে কেন একে বিরল বলা হল? শিশুটির স্নায়ু শল্য চিকিৎসক কৌশিক শীল জানান এটি সাধারণত মাথার পিছনে থাকলেও পাঁচ হাজার শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে সামনে দেখা যায়। তবে এমনটা হওয়ারই বা কারন কি? কৌশিকবাবুর কথায় অন্তঃসত্ত্বা অবস্থায় ফলিক অ্যাসিড নিয়মিত না খেলে এমনটা হতে পারে। অন্তঃসত্ত্বা হবার তা বুঝতে যদি বেশ কয়েকমাস দেরী হয় ততদিনে শিশুর মস্তিষ্ক গঠন প্রক্রিয়া শুরু হয়ে যায়, কিন্তু ফলিক অ্যাসিডের অভাবে এই প্রকার বিকার দেখা যায়। ৯ জন চিকিৎসকের একটি বোর্ড গঠনের মাধ্যমে ৬ ঘন্টার চিকিৎসায় শিশুর মস্তিষ্কে জমা জল পাইপের মাধ্যমে পেটে পাঠানো হয় এবং তার দেহের ওজোন আগের চেয়ে অর্ধেক কমে এবং নিষ্ক্রিয় টিস্যুগুলি বাদ দেওয়া হয়। চিকিৎসকরা বলেন এতে বুদ্ধির বিকাশে কোনো সমস্যা হবেনা তবে আগামী তিন-চার বছর তাকে তাদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই সাফল্যে স্বভাবতই খুশি শিশুর মা-বাবা।