৭ দিন ধরে শ্বাসযন্ত্রে আটকে দারচিনির টুকরো, নামী ২ হাসপাতাল ঘুরে প্রাণ বাঁচাল SSKM

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/06/2022   শেষ আপডেট: 26/06/2022 8:58 a.m.
-

অর্থ বরাদ্দ করার পরেও কেন ব্রঙ্কোস্কপি যন্ত্র কিনতে দেরি হচ্ছে NRS?

সাত-আট দিন ধরে শ্বাসযন্ত্রে আটকে দারচিনি। বয়স মাত্র দেড় বছর, খেলতে খেলতে দারচিনির টুকরো আটকে গিয়েছিল তার গলায়। স্বাভাবিকভাবেই ছটফট করছিল শিশুটি। কষ্ট হয় শ্বাস নিতে। কিছু খাওয়া তো দূরের কথা, ছেলের এমন অবস্থা দেখে প্রথমে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিক্যাল কলেজে।

বহরমপুর মেডিক্যাল কলেজে প্রায় সাতদিন এমন অবস্থায় থাকার পর কোনও উন্নতি না হওয়ায় জোরপূর্বক কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে শিশুটির পরিবার। পাঠানো হয় পেডিয়াট্রিক বিভাগে। দেড় ঘন্টা এনআরএসে থাকার পর বোঝা যায়, এনআরএস হাসপাতালে ব্রঙ্কোস্কপি করে বাইরের জিনিস বের করার মতো ব্যবস্থা নেই।

এরপর শেষ আশা নিয়ে দেড় বছরের খুদেকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ইএনটি বিভাগে ভর্তি করানো হয় শিশুকে। হাসপাতালের ইএনটির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা অরুণাভ সেনগুপ্তের তৎপরতায় রাত এগারোটা নাগাদ ব্রঙ্কোস্কোপি করে, বের করা হয় দারচিনির টুকরো।