সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপাতত ক'দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন মহারাজ
সমস্ত উদ্বেগ কাটিয়ে অবশেষে উডল্যান্ডস থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনো কিছু পরীক্ষা নিরীক্ষা সহ নিয়মিত ডাক্তারদের তত্ত্বাবধানে থাকবেন সৌরভ। একজন নার্স বাড়িতে নিয়োগ করা ছাড়াও নিয়মিত ডাক্তারদের যাতায়াত চলবে দাদার বাড়িতে।
ছুটি পাওয়ার পর ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জ্ঞাপন করলেন মহারাজ। কৃতজ্ঞতা জানান উপস্থিত সমস্ত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী আমজনতাকে। যদিও তার বুধবারই ফেরার কথা ছিল, তবে আরো একদিন স্বেচ্ছায় হাসপাতালে থাকেন তিঁনি। খুব তাড়াতাড়িই আবার কাজে ফিরবেন বলেও জানান তিঁনি। "জীবন ফিরে পেতে মানুষ হাসপাতালে আসে, আর আমাকে চিকিৎসকরা হাসপাতাল ফিরিয়ে দিয়েছেন", এমন উক্তিতেই সন্মান জানান চিকিৎসক ও নার্সদের প্রতি। হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক সপ্তর্ষি বসু সৌরভের শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন, জানালেন হাসপাতাল সুপার রূপালি বসু।