"কোনওক্রমে প্রাণে বাঁচলাম" মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন, কোন হতাহতের খবর নেই
দমকলের ৩ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক
মঙ্গলবার সকাল সকাল মদন মিত্রের (Madan Mitra) ভবানীপুরের বাড়িতে আগুন। সকাল সাড়ে ১০ টা নাগাদ শতাব্দী প্রাচীন বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের (Fire) জেরে এলাকায় অচিরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। বাড়ির একতলার একটা বড় অংশ পুড়ে ছাই হয়েছে বলে মদন মিত্রের পরিবার সূত্রে খবর। দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল নাগাদ মদন মিত্রের বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই সময় কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী নিজের বাসভবনের দোতলায় ছিলেন। মদন মিত্র জানিয়েছেন, এই সময় তিনি বাড়িতে ছিলেন। প্রথমে ভাবেন বাড়ির পাশে কোথাও আগুন লেগেছে। তৎক্ষনাৎ খোঁজ নিতে গিয়ে বুঝতে পারেন নিজের বাড়ির একতলায় আগুন লেগেছে। বন্ধু, সহকর্মী তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে খবর পাঠান। সুজিত বসু তড়িঘড়ি কালীঘাট ফায়ার ব্রিগেডে খবর পাঠান। দমকলের ৩ টি ইঞ্জিন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর।
এই ঘটনায় মদন মিত্র অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়। তবুও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "কোনওক্রমে প্রাণে বাঁচলাম।" তারপর তিনি বলেন, "আগুন লাগার সময় পরিবারের অনেকেই ভিতরে ছিল। কালো ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা সকলে বেরিয়ে আসেন।" বাড়ির একতলার প্রায় বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। প্রতিবেশিদের সহযোগিতায় কাজ আরও সহজ হয়েছে। তিনি বলেছেন, "জিনিসপত্রের কী ক্ষতি হয়েছে, জানি না। তবে প্রাণে যে বাঁচলাম, এটাই এখন ভাগ্যের ব্যাপার। কোনও প্রাণহানি হয়নি। সবাই নিরাপদে আছে। ছোট নাতিকে নিয়ে চিন্তা ছিল। সকলকে ধন্যবাদ, আমার বিপদে এভাবে ছুটে এসে সাহায্যের জন্য। বিশেষত রাজ্য সরকার, সুজিত বসু এবং আমার প্রতিবেশীদের বিশেষ কৃতজ্ঞতা জানাই।"