গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়
গ্রিন করিডরে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে
গুরুতর অসুস্থ প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। বর্তমানে গ্রিন করিডরে করে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospita)। বর্ষীয়ান গীতিকার সন্ধ্যা মুখোপাধ্যায়ের বয়স বর্তমানে ৯১ ।
সূত্র মারফত জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থা খারাপ ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থায় আরও অবনতি দেখা দিতেই, ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিল পরিবার। খবর, এসএসকেএমের উডবার্ন ব্লকেই চিকিৎসা চলবে তাঁর। কাজেই হাসপাতালেও প্রস্তুতি তুঙ্গে।
পরিবার সূত্রের খবর, কাল রাত থেকেই ফুসফুসে সমস্যা দেখা দেয় তাঁর। ইতিমধ্যেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেয়েকে ফোন করে গীতিকারের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামনা করেছেন আরোগ্যের, সঙ্গে সাধ্য মতোন পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ইতিমধ্যেই হাসপাতালে গঠন করা হয়েছে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড।