ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়
নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ছিঁড়েছে ওভারহেডের তার
ফের রেলে বিপত্তি। এবার ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায়। ব্যহত ট্রেন চলাচল। স্টেশনে যাত্রীদের ভিড়। জানা যায়, নরেন্দ্রপুর-সোনারপুরের মাঝে ছিঁড়েছে ওভারহেডের তার। কাজেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়ে যায়। সঙ্গে সঙ্গে মেরামতির কাজ শুরু হলেও, কোনও স্টেশনে কোনও ঘোষণা না হওয়ায় বিপত্তিতে পড়ে যাত্রীরা।
আরও পড়ুন
প্রায় একঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর, শিয়ালদহ থেকে ধীরে ধীরে ট্রেন ছাড়তে শুরু করলেও উপছে উঠছে ভীড়। এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওভারহেডের তার মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট পর। ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।