নির্দল প্রার্থীর জন্য চিঠি লিখলেন রূপা! তাহলে বিজেপি ছাড়া কি কেবল সময়ের অপেক্ষা? বাড়ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/12/2021   শেষ আপডেট: 16/12/2021 11:20 a.m.
https://www.facebook.com/RoopaBJP/

দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের জন্য চিঠি লিখলেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি

ফের দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশে থাকার বার্তা দিয়ে ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উসকে দিলেন। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌরব বিশ্বাসের পাশে থেকে সামাজিক মাধ্যমে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। জানালেন, "আমার তো আর হোর্ডিং লাগাবার ক্ষমতা নেই - থাকলে, তোদের দুজনের ছবি টাঙিয়ে বলতাম - আমি তিস্তার সঙ্গে আছি - থাকবো।"

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগের। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসের এই ওয়ার্ডে বিজেপির টিকিটে পুরভোটে দাঁড়ানোর কথা। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় গৌরব বিশ্বাসের নাম নেই। কার্যত গৌরব বিশ্বাস এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। এই ঘটনায় বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। দলের কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে জানিয়েছিলেন, তিস্তা বিশ্বাসের মৃত্যু খুন। এমনকী বিজেপির ভার্চুয়াল বৈঠক থেকে মতপার্থক্যের কারণে বেরিয়ে যান। এ নিয়ে কম জলঘোলা হয়নি। দলের অন্দরে এই তারকা সাংসদকে নিয়ে যখন তুঙ্গে জল্পনা, আর তখনই এমন চাঞ্চল্যকর চিঠি লিখলেন তিনি।

কলকাতা পুরভোট নিয়ে এমনিতেই বিজেপির অন্দরে ক্ষোভ-বিক্ষোভ দ্বন্দ্ধ চরমে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিভিন্ন পার্টি অফিসে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। যার জেরে একজন ছাত্রনেতাকে বহিষ্কার করেছে বিজেপি। আর একের পর এক 'দলবিরোধী' কথা বলে সাংসদ রূপা গাঙ্গুলি দলের অন্দরের ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ্যেই তুলে ধরছেন, বলছেন ওয়াকিবহাল মহল। এদিন নিজের ফেসবুক পেজে বলেছেন, "নগণ্য কার্যকর্তা আমি, তাই একা একাই ৩০/৩৫ মার্ডার আর রেপিস্টদের অ্যারেস্ট করাতে পেরেছি... মানুষের উপকারে লেগে থাক, জয়ী হও।" বিজেপি দলে থেকে একজন নির্দল প্রার্থীকে 'জয়ী' হওয়ার শুভকামনায় একাংশ প্রশ্ন তুলেছেন, রূপা গাঙ্গুলি কি বিজেপিতে আদৌ আছেন? রাজনৈতিক বিশ্লেষক একাংশের অভিমত, দলের বিরুদ্ধে কথা বলে রূপা আসলে দলের অন্তর্কলহ ফের প্রকাশ্যে আনলেন।