Road Accident : শুক্রবার সাত সকালেই নিউটাউনে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় উড়ে গেল বাসস্ট্যান্ড
কন্টেনারশুদ্ধ ট্রাক ছিটকে গিয়ে পড়ে ৫০ মিটার দূরে, উড়ে যায় বাসস্ট্যান্ড
ফের বড়সড় দুর্ঘটনা (Accident) ঘটল নিউটাউনে (New Town)। শুক্রবারের সাত সকালে তীব্র গতির জেরে ইকোপার্কের (Eco Park) সামনে তীব্র গতির জেরে বাসস্ট্যান্ড ভাঙল ট্রাক। গতি এতটাই বেশি ছিল যে কন্টেনারশুদ্ধ ট্রাকটি উল্টে যায়। চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়।
স্থানীয়দের সূত্রে খবর, তীব্র গতিতে যাচ্ছিল ট্রাকটি। নিউটাউনের সিসিটিভি ফুটেজ এবং ট্রাফিক পুলিশের স্পিডোমিটার দেখে বোঝা গেছে অন্তত প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রাকটি। যদিও চালকের দাবি তিনি নির্দিষ্ট গতিসীমার মধ্যেই যাচ্ছিলেন। কিন্তু এত বড়সড় দুর্ঘটনার পর চালকের এই দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে সম্পূর্ণ বাসস্ট্যান্ডটি দুমড়ে মুচড়ে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ট্রাকটি। এত বিধিনিষেধের পরও দিনের পর দিন ঘটছে এমন মর্মান্তিক দুর্ঘটনা।
উল্লেখ্য, এই এলাকায় দিনের পর দিন ঘটছে এমন ঘটনা। বারবার সচেতনতামূলক প্রচার, নিয়মের কড়াকড়ির পরও আটকানো যাচ্ছে না এমন ঘটনা। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশাসনের কর্তাদের সতর্ক করেছিলেন। তার পরেই বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে নানা ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারপরও আটকানো সম্ভব হচ্ছে না। একদিকে চিংড়িহাটায় দুর্ঘটনার যেন শেষ নেই, এদিকে নিউটাউনেও বাড়ছে দুর্ঘটনা। শুক্রবার সকালের এমন মর্মান্তিক ঘটনার পর ফের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।