পুলিশের পোশাকে ছবি পোস্ট তরুনীর, সাইবার সেলে অভিযোগ তরুণীর আত্মীয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/07/2021   শেষ আপডেট: 16/07/2021 4:39 p.m.
সুলগ্না ঘোষ instagram.com/sulogna_ghosh_

ভাড়া করা পোশাক পরেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী

বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের কান্ডকারখানা। বারংবার তার ভুয়ো ভ্যাকসিন কাণ্ড ও অন্যান্য প্রতারণা খবরের শিরোনামে আসছে। এরমধ্যেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) পুলিশের পোশাক পরে ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে যাদবপুর বিক্রমগড়ের সুলগ্না ঘোষ (Sulogna Ghosh) নামক এক তরুনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই তরুণী নিজের প্রোফাইলে কখনো কলকাতা পুলিশের (Kolkata Police) সাব ইন্সপেক্টর, আবার কখনও সার্জেন্টের পোশাক পরে ছবি পোস্ট করেছেন। এমনকি তিনি নিজেকে কলকাতা পুলিশের এক শীর্ষকর্তার মেয়ে বলে পরিচয় অব্দি দিয়েছেন। তাঁর পরিবারের অনেকেই পুলিশের কাজ করেন বলে দাবি করেছেন তিনি বিভিন্ন সময়ে। তবে এই সমস্ত তথ্য একদমই সত্য নয়। তাই সুলগ্নার এক পরিচিত তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে। তিনি কলকাতা পুলিশের সাইবার ডিপার্টমেন্টের কাছে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

তবে ওই তরুণী অর্থাৎ সুলগ্না ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তিনি দাবি করেছেন যে ভাড়া করা পোশাক পরে তিনি ছবি তুলেছিলেন। তারপর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। তিনি কলকাতা পুলিশের মহিলা সার্জেন্ট নন। ছবি তুলে তিনি কোনো আইন বিরুদ্ধ কাজ করেননি। ইউটিউবে ভিডিও বানানোর জন্য অনেকেই পুলিশের পোশাক ভাড়া করেন। সেই পোশাক পরেই তারা ভিডিও আপলোড করেন। তবে এখানেই প্রশ্ন উঠছে যে একজন সাধারণ নাগরিক কি করে পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্টের পোশাক পেয়েছেন? এই প্রশ্নের কোন উত্তর দেননি ওই যুবতী। প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর ছবি ঘিরে বিতর্ক শুরু হতেই তিনি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন।