KMC ELECTION : চওড়া হাসি হেসে শোভন কাননে জয়ী রত্না
'রেকর্ড' মার্জিনে জিতলেন রত্না চট্টোপাধ্যায়
বিধানসভার বেহালা পূর্ব আসনটি ছিল শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। কিন্তু সেই আসনে আজ বিধায়ক রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। সকাল থেকে ভোট গণনার শুরু (KMC Election 2021) হতেই এগিয়ে ছিলেন শোভন-জায়া। প্রত্যাশামতোই বিপুল সংখ্যক ভোটে জেতেন তিনি। এরপরেই রত্না চট্টোপাধ্যায়ের মন্তব্য, "বাড়ি ছাড়ার আগে শোভন চট্টোপাধ্যায় আমার মেয়েকে বলে গিয়েছিলেন, আমি দেখব তোমার মা-র আমাকে ছাড়া কী ভাবে চলে। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি।"
প্রসঙ্গত, এই কেন্দ্রেই ২০১৫ সালে ৬,২০০ ভোটে জিতেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে এবার ১০,২০৬ ভোটে 'রেকর্ড' মার্জিনে জিতলেন রত্না চট্টোপাধ্যায়। রেকর্ড জয়ের পরেই রত্না চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "১৩১-এর মানুষ আমাকে বিশ্বাস করেছে। শোভন চট্টোপাধ্যায় ৬২০০ ভোটে জিতেছিল ২০১৫-তে। সেখানে আমি ১০, ২০৬ ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ। মানুষ বিশ্বাস করেছে যে রত্না চ্যাটার্জি ওয়ার্ডে এলে কাজ করবে। বিগত ৪টে বছর তাঁদের পাশে ছিলাম। এই একটা দিন ওনারা আমার পাশে ছিলেন। এই ভালোলাগা একদমই ভিতরের একটা অনুভূতি। আমি ভীষণ খুশি। ১৩১ নম্বর ওয়ার্ড, যেখানে আমার বাড়ি, আমি যেখানে থাকি, তা নিজের দখলে রাখতে পারলাম।"