১০ বছর আগের জুনিয়র খুনের মামলায় জামিন পেল না প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 5:50 a.m.
-

প্রিয়াঙ্কার আইনজীবী জানিয়েছে তারা উচ্চ আদালতে যাবে

১০ বছর আগে বেলঘড়িয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মৃধাকে খুনের মামলায় ধৃত প্রিয়াঙ্কা চৌধুরী আজও ব্যারাকপুর আদালত থেকে জামিন পেল না। গত ১০ বছরে প্রায় ১১ বার জেরা করার পর গত ৫ জানুয়ারি সিবিআই অভিযুক্ত প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করেছিল। তারপর দু'দফায় গত ১০ দিন সে সিবিআই হেফাজতে ছিল। দ্বিতীয় দফার মেয়াদ শেষ এরপর গত শুক্রবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। সেখানে তাকে দীর্ঘ সওয়াল করা হয় এবং সিবিআই কঠোরভাবে তার জামিনের তীব্র বিরোধিতা করে।

৩ দিন আগে দ্বিতীয় দফায় আদালতে তোলার পর জামিনের পক্ষে জোরদার সওয়াল করেছিলেন প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি বলেছেন, "আমরা বিচারককে জানিয়েছিলাম আমার মক্কেল এর আগে ১১ বার জেরার মুখোমুখি হয়েছে। তদন্তকারী অফিসার যখনই দেখেছি তখনই হাজির হয়েছে সে। তদন্তে সবরকম সাহায্য করেছে এবং গত ১০ বছরে কোনদিনও অসহযোগিতা করেনি সে। ফলে যে কোন শর্তে তার জামিন মঞ্জুর করা হোক।"

অন্যদিকে সিবিআই জানিয়েছে, তাদের আর প্রিয়াঙ্কাকে জেরা করার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে ফের জেরা করার দরকার হতে পারে। তাই তাকে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। কারণ এমনিতেই প্রিয়াঙ্কা প্রভাবশালী। জামিন পেলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এমনকি তথ্য-প্রমাণ নষ্ট করার সম্ভাবনা রয়েছে। এমনিতেই মামলা অনেক পুরনো। তথ্য প্রমাণ জোগাড় করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সিবিআইকে। এই মুহূর্তে অন্য কোন সমস্যা এসে দাঁড়ালে তদন্তের কাজ ব্যাহত হবে। দুই পক্ষের কথা শুনে বিচারক কোন নির্দেশ দেননি। তিনি বলেন এসব মামলার শেষের নির্দেশ দেওয়া হবে। আপাতত ১৪ দিনের জন্য প্রিয়াঙ্কাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কা এবং তার আইনজীবী জানিয়েছে তারা উচ্চ আদালতে নিশ্চয়ই যাবে।