ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে ছাড় পাবেন না পুলিশেরাও, হুঁশিয়ারি লালবাজারের
ট্র্যাফিক আইন ভাঙলে পুলিশের গাড়ি বা পুলিশকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হবে
ট্র্যাফিক সিগন্যাল বা ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে নতুন নয়। ট্র্যাফিক সিগন্যাল বা ট্র্যাফিক আইন সাধারণ মানুষ লঙ্ঘন করলে শাস্তি, জরিমানা-সহ নানান কিছু চলে। তবে যদি সাধারণ মানুষের জায়গায় পুলিশের গাড়ি হয় তাহলে সাত খুন মাফ! তবে আর নয় এমন বৈষম্য। পুলিশের শীর্ষ মহল থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ট্র্যাফিক আইন অমান্য করলে রেয়াত করা হবে না পুলিশকর্মীদেরও।
প্রসঙ্গত, এদিন লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ট্র্যাফিক আইন লঙ্ঘন করলে রেয়াত করা হবে না পুলিশকর্মীদেরও। ইতিমধ্যেই এই বার্তা পাঠানো হয়েছে কলকাতা পুলিশের সমস্ত ট্র্যাফিক গার্ডে। ডিসি (ট্র্যাফিক)–এর পক্ষ থেকে এই নির্দেশ জারি হয়েছে।
প্রসঙ্গত, লালবাজারে বহু অভিযোগ জমা পড়ে। তার মধ্যে অধিকাংশ অভিযোগ, পুলিশদের নিয়ে। তাতে অভিযোগকারীর বক্তব্য, পুলিশেরা ট্র্যাফিক আইন লঙ্ঘন করলেও কোনও ব্যবস্থা নেওয়ার হয় না। লালবাজার সূত্রে খবর, এই অভিযোগগুলির প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ করতে হয়েছে। ট্র্যাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সতর্ক হতে হবে পুলিশকেও বলে নির্দেশ দেওয়া হয়েছে।