কলকাতায় পেট্রোল নব্বই নট আউট
বিরাশিতে ব্যাটিং জারি রেখেছে ডিজেল
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর জ্বালানির দাম যে ক্রমেই উর্দ্ধমুখী হবে, তা আগেই বুঝেছিল আমজনতা। তবে চলতি সপ্তাহে পরপর ছ'দিন একটানা বাড়তে বাড়তে আজ সরকারি হিসেব অনুযায়ী প্রতি লিটার পেট্রলের দাম নব্বই টাকা ছাড়ালো। একইসঙ্গে ডিজেলের দাম ছাড়ালো বিরাশি টাকা প্রতি লিটার। কেন্দ্রের চাপানো সেস ও অন্তঃশুল্কের পাশাপাশি রাজ্যের শুল্ক যোগ করে জ্বালানি এখন নিজেই জ্বলন্ত মূল্যে পৌঁছেছে।
এদিন লিটার প্রতি ২৮ পয়সা দাম বেড়ে পেট্রোল ৯০টাকা ১পয়সা হয়েছে। যদিও আমজনতা তেল পাবেন ৮৯ টাকা ৯৯ পয়সায়। ডিজেল হল ৮২ টাকা ৬৩ পয়সা। কলকাতার পাশাপাশি অন্যান্য শহরেও যেমন দিল্লিতে ৮৮টাকা ৪৪পয়সা, মুম্বাইয়ে প্রায় ৯৫ টাকা, চেন্নাইয়ে ৮০টাকা ৮৩পয়সায় বিকোচ্ছে পেট্রল। গতকাল দেশে পেট্রলের বেসিক দাম ছিল ২৯টাকা ৩৪ পয়সা। কেন্দ্রের ৩২ টাকা ও রাজ্যের ২০ টাকা অতিরিক্ত শুল্ক ও সেসসহ বিক্রেতার কমিশন যোগ হয়ে রাতারাতি কলকাতায় রেকর্ড গড়লো পেট্রোপণ্যের মূল্য। স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তের।