Fuel Price: রকেটগতি! চারদিনে তিনবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2022   শেষ আপডেট: 25/03/2022 8:31 a.m.

গত চারদিনে প্রায় ২.৫১ টাকা বাড়ল পেট্রোল ডিজেলের দাম, জেনে নিন আজকের দাম

এই নিয়ে চারদিনে তিনবার মহার্ঘ হল পেট্রোপণ্য। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ল পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম। কলকাতায় (Kolkata) আজ সকাল থেকে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে ১০৭.১৮ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯২.২২ টাকায়। গত চারদিনে প্রায় ২.৫১ টাকা দাম বাড়ল পেট্রোল ডিজেলের।

আগেই সেঞ্চুরি করেছে পেট্রোল, এইভাবে দাম বাড়তে থাকলে অচিরেই ডিজেলও ১০০ পেরিয়ে যাবে, বলছেন অধিকাংশ পেট্রোল পাম্পের মালিক। পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। কাঁচা আনাজের বাজার আগুন। বিক্রেতাদের স্পষ্ট জবাব, "মালবহনের খরচ হু হু করে বাড়ছে। যার প্রভাব পড়ছে কাঁচা সব্জিতেও। শাক-সব্জির দামের সঙ্গে মালবহনের অতিরিক্ত খরচ যুক্ত হয়ে এই দাম বাড়াচ্ছে। পেট্রোল ডিজেলের দাম না কমলে আরও বাড়বে কাঁচা আনাজের দাম।"

আজ থেকে দিল্লিতে (Delhi) লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৭.৮১ টাকা। আর লিটার প্রতি ডিজেলের নতুন মূল্য ৮৯.৭০ টাকা। মুম্বইয়ে (Mumbai) এক লিটার পেট্রোলের মূল্য ১১২.৫১ টাকা, আর ডিজেলের মূল্য ৯৬.৭০ টাকা। রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংকটের কারণে অনেক দিন ধরেই বাড়ছিল পেট্রোপণ্যের মূল্য, কিন্তু উত্তরপ্রদেশ-সহ আরও কয়েকটি রাজ্যের নির্বাচন (Election) থাকার কারণে বাড়েনি দাম। এবার নির্বাচন মিটতেই পরপর চারদিনে এই নিয়ে তিনবার মহার্ঘ হল পেট্রোপণ্যের মূল্য।