প্রেসার কুকারের বাড়ি মেরে গলায় ছুরির কোপ বসিয়ে খুন বউবাজারের বৃদ্ধকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/01/2021   শেষ আপডেট: 17/01/2021 5:57 a.m.
খুন

প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে কোন মূল্যবান নথির জন্য এই নৃশংস খুন হয়েছে

বউবাজারে বৃদ্ধ খুন মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা পুলিশের হাতে। তারা বাড়ির চারধারে ৪ টি সিসিটিভি ক্যামেরা থেকে দেখতে পেয়েছে ফিয়ার্স লেনের ওই বহুতলে বেশ কয়েকজন ঢুকছে ও বেরোচ্ছে। পুলিশ এখন খতিয়ে দেখছে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিগুলি কি কোনভাবে ওই বৃদ্ধের পরিচিত। এছাড়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর জানা গিয়েছে, ওই বৃদ্ধকে প্রথমে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করা হয়। তারপর সবজি কাটার ছুরি দিয়ে তার গলায় কোপ মারা হয়। তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার সাথে জড়িত রয়েছে পরিচিত কেউ। কারণ এই খুনের উদ্দেশ্য কোন লুটপাট ছিল না। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে কোন মূল্যবান নথির জন্য এরকম ঘটনা ঘটেছে।

মৃত ওই বৃদ্ধের নাম আয়ুব ফিদা আলি আঘা। সে ব্যবসায়ী এবং তার বয়স ছিল ৭৫ বছর। তার ছেলে বিয়ের পর অন্য জায়গায় থাকে। প্রতিদিনের মত বিকেলে তার পুত্রবধু তাকে চা দিতে আছে। কিন্তু তিনি দাবি করেছেন, যখন তিনি চা দিতে আসেন তখন দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তারপর ঘরে ঢুকে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আয়ুব। পুরো ঘর লন্ডভন্ড হয়েছিল। তারপর তিনি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।