নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গোলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/09/2021   শেষ আপডেট: 10/09/2021 12:24 p.m.
~pexels

শুক্রবার সাত সকালেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শুক্রবার সাত সকালে নিমতলা ঘাট স্ট্রিটের (Nimtala Ghat Street) একটি কাঠের গুদামে আগুন (Fire) লাগল। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।

ঠিক কী কারণে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি। এই কাঠের গুদামে প্রথমে স্থানীয় মানুষ আগুনের ফুলকি দেখতে পান। তাঁরা দমকলে খবর পাঠিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে লেগে পড়েন। যদিও অচিরেই আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একদিকে ঘিঞ্জি এলাকা, তার উপর সরু গলির রাস্তা হওয়ায় আগুন নেভাতে দমকলের কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে খবর। মনে করা হচ্ছে যে বাড়িতে আগুন লেগেছে তার নীচেই কাঠের গোলা। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে ঝুপড়ি বস্তি, সঙ্গে আরও অনেক কাঠের গোলা। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন একাংশ। যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, শুক্রবার সকাল সকাল স্থানীয় বাসিন্দারা এই কাঠের গোলা থেকে আগুন বেরোতে দেখেন। তৎক্ষনাৎ দমকলে খবর পাঠানো হয়। যদিও তার আগেই স্থানীয় বাসিন্দাদের একাংশ আগুন নেভানোর কাজে হাত লাগান। সূত্র মারফত আরও খবর, এই কাঠের গোলায় দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। যদিও ঠিক কী কারণে আগুন লাগল এখনও পর্যন্ত জানা যায়নি।