নেট মাধ্যমে ফোন নম্বর ফাঁস, বেজায় ক্ষেপে উঠলেন পরিচালক তথা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী
সাথেই জানিয়ে দিলেন এই কাজ কারা করছেন
নেট মাধ্যমে নিজের ফোন নম্বর ছড়িয়ে পড়ার কারণে বেজায় ক্ষুব্ধ হয়েছেন পরিচালক তথা এবারে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী রাজ চক্রবর্তী। তবে আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র রাজ চক্রবর্তী একা নন অনেকের কিন্তু ফোন নাম্বার নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি পোষ্টের মাধ্যমে। রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, বৈশালী ডালমিয়া থেকে শুরু করে বহু রাজনীতিবিদের নাম এবং তাদের ফোন নম্বর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে। এছাড়াও কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়নী ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্র ফোন নম্বর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রাজ চক্রবর্তী অভিযোগ করেছেন, এই কাজটি করেছে কোন একটি সিপিএমের প্রার্থী কারণ এই তালিকায় কোন সিপিএমের নেতার নাম নেই। কিন্তু শুধুমাত্র তার ভিত্তিতে এই অভিযোগ করা কিন্তু যাবে না।
রাজের যুক্তি, "সিপিএমকে সারাজীবন একটা শিক্ষিত এবং রুচিশীল দল হিসেবে জেনে এসেছি। কিন্তু তারা এই ধরনের কাজ করছে এটা কিন্তু আমাদের অনেকেই মেনে নিতে পারছে না। ওই পোস্টে জানানো হয়েছে যারা মানুষের জন্য কাজ করতে এসেছেন তাদেরকে মানুষ সরাসরি ফোন করুক। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে সিপিএম সমর্থক রয়েছেন এবং অনেকে এই ঘটনাটিকে সমর্থন করছেন। নানা প্রান্ত থেকে বহু ফোন এসে গেছে ইতিমধ্যে। এই কারণে বর্তমানে ফোন বন্ধ রেখে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছি আমরা।" পরিচালক ইন্দ্রাশিষ আচার্য এই পোস্ট তার নিজের টাইমলাইনে শেয়ার করেন এবং তিনি ক্যাপশন লিখেন যারা মানুষের জন্য কাজ করতে পারছিলেন না তাদের সাহায্য করতে এই পোস্টটি করেছেন। কিন্তু ইন্দ্রশিষ বাবু আবার বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্রকে রেহাই দিয়েছেন কারণ তারা দুজনে করোনা আক্রান্ত।