উচ্চমাধ্যমিকে পাশ করতে পারিনি বলে বিক্ষোভ, এসব কী? হতবাক মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/06/2022   শেষ আপডেট: 16/06/2022 8:25 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না : মমতা বন্দ্যোপাধ্যায়

উচ্চমাধ্যমিকে একই বিষয়ে একই স্কুলে বহু ফেল। অকৃতকার্যদের বিক্ষোভে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা, সঙ্গে সোশ্যাল মিডিয়া। রাজ্যের বিভিন্নপ্রান্ত চলেছে বিক্ষোভ। কোথাও জ্বলছে টায়ার, কোথাও পথ আটকে চলছে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের এমন কীর্তি দেখে কার্যত হতবাক তিনি।

এদিন দিল্লি থেকে ফিরে দক্ষিণেশ্বরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিউজিয়ামের উদ্বোধন করেন। সেখান থেকে একাধিক ইস্যুতে সুর চড়াতে গিয়ে, উচ্চমাধ্যমিকের বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এগুলো কী হচ্ছে? এখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ। আমি বলছি না যে বিক্ষোভ করা যাবে না। তাই বলে উচ্চমাধ্যমিকে পাশ করতে পারিনি বলে বিক্ষোভ! আমাদের সময়ে এসব ভাবতেও পারতাম না।"

মুখ্যমন্ত্রীর কথায়, এটা পড়ুয়াদের দোষ নয়, যাঁরা তাদের গাইড করছেন তাঁদের দোষ। এরপরই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল-সহ অন্যান্যদের বই পড়ার কথা বলেন তিনি।