আজ ছুটি পাওয়ার কথা থাকলেও, হল না! হাসপাতালেই থাকবেন মাধবী মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/05/2022   শেষ আপডেট: 02/05/2022 6:35 p.m.
ছবিটি সত্যজিৎ রায়ের ফ্যানপেজ থেকে সংগৃহীত

গত শুক্রবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

গত শুক্রবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee )। কথা ছিল, আজই ছুটি পাবেন তিনি। তবে তা আর হল না। রবিবার হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, এখনই ছুটি নয়। বরং আরও কিছুদিন হাসপাতালেই কাটাতে হবে অভিনেত্রীকে। হাসপাতাল সূত্রের খবর, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ট্র‍্যাক্ট এন্ডোস্কোপি করা হয়েছিল অভিনেত্রীর। পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। তবে চিন্তায় রেখেছে অভিনেত্রীর রক্তে শর্করার মাত্রা। কারণ, রক্তে শর্করার মাত্রা ৭.০ শতাংশের বেশি হলেই হৃদরোগ, স্ট্রোকের সম্ভাবনা থাকে। যে কারণে প্রবীণ অভিনেত্রীর ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। বর্তমানে অভিনেত্রীর জন্য তৈরী হয়েছে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।

উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। বহুদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। বর্তমানে অ্যানিমিয়া আর মাত্রাতিরিক্ত ডায়াবেটিসে আক্রান্ত প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)।

চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে প্রবীণ অভিনেত্রীর শর্করার মাত্রা ৬.৫ শতাংশের বেশি।বিশেষ কোনও কারণে প্রবীণ অভিনেত্রীর শরীরে এই ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে গিয়েছে বা ব্যাহত হচ্ছে। যে কারণে শরীরে শর্করার পরিমাণ বেড়েছে। সঠিক কারণ জানতে সোমবার আরও একাধিক শারীরিক পরীক্ষা করা হবে অভিনেত্রীর।