পদ্মের বদলে নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী পুজোর উদ্বোধনে মদন মিত্র

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/02/2022   শেষ আপডেট: 04/02/2022 12:18 p.m.
facebook.com/MadanMitraofficial

জাতীয় ফুলকে অপমান করার জেরে তাঁর বিরুদ্ধে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল বিজেপি

কখনও বিধায়ক কখনও আবার গায়ক, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মদন মিত্র (Madan Mitra)। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার লাইমলাইট থেকে কিছুটা দূরে রয়েছেন অনুগামীদের প্রিয় 'মদন দা'। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। দিন কয়েক আগেই বেলঘরিয়ায় এক পুষ্পপ্রদর্শনী মেলায় গিয়ে জাতীয় ফুল পদ্ম ছিঁড়ে ফেলেন মদন মিত্র। বলেন, তিনি বয়কট করলেন পদ্মকে। এ নিয়ে কম বিতর্ক হয়নি।

এর মধ্যেই গতকালও একই পথে মদন। ফুল না ছিঁড়লেও, পদ্মের বদলে নিজের রক্ত দিয়েই সোনাগাছিতে বীণাপাণির পায়ে গাঁদা ফুল সহযোগে নিবেদন করেন তৃণমূল (TMC) বিধায়ক।  [custom-extension] internal-links who-is-the-next-state-secretary-of-cpm-change-is-almost-certain

সঙ্গে বাগদেবীর কাছে মদন মিত্রের (Madan Mitra) প্রার্থনা, "ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা"। এর সঙ্গে এক সংবাদমাধ্যমকে মদন মিত্র জানিয়েছেন, "আমি হিন্দুর ছেলে। আমার বিশ্বামিত্র গোত্র। আমি পদ্ম না দিয়ে মাকে রক্ত দিয়ে পুজো করলাম। এইটা দেখার জন্য, যদি আমার কোনও বিরাট ক্ষতি হয়, দুর্ঘটনা ঘটে, তাহলে আমি বুঝব আমার সিদ্ধান্ত ভুল ছিল।"

প্রসঙ্গত, গতবার ফুল ছিঁড়তেই উত্তাল হয়ে ওঠে বাঙালিদের একাংশ। জাতীয় ফুলকে অপমান করার জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিজেপি (BJP)। তবে এ বিষয়ে মদন মিত্র গতকাল বলেন, কোনও অভিযোগের পরোয়া করেন না তিনি। পদ্ম নয় রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করবেন।