আমজনতার মাথায় হাত! রান্নার গ্যাসের দাম হাজারের গণ্ডি পার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/05/2022   শেষ আপডেট: 07/05/2022 8:39 a.m.

কলকাতায় কতটা দাম বাড়ল, জেনে নিন বিস্তারিত

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সাধারণ মানুষের হেঁশেল ঠেলতে ওষ্ঠাগত প্রাণ। শুক্রবার রাত থেকেই রান্নার গ্যাসের দাম বাড়ল অন্তত ৫০ টাকা। তারফলে ১৪.২ কেজির সিলিন্ডার এবার কলকাতায় বিকোবে ১০২৬ টাকায়।

করোনার সময় থেকেই দেশের মূল্যবৃদ্ধি লাগামছাড়া। অপরদিকে রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝে তেলের দাম বেড়েছে হু হু করে। আর তার প্রভাব পড়েছে হেঁশেলেও। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। শাক-সব্জি, কাঁচা বাজার, মাছ-মাংসের দাম বেলাগাম। পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে তার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাজারেও। এর মধ্যেই দুঃসংবাদ আচমকাই ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের মূল্য।

দিন কয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল প্রায় ১০০ টাকা। এবার বাড়ল ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম। মাস পয়লা বাড়ার সম্ভাবনা থাকলেও তখন বাড়েনি, এবার সেই পথেই হাঁটল। এমনিতেই ওষুধ, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে আমজনতার নাভিশ্বাস অবস্থা।

এমন মূল্যবৃদ্ধির কারণ কী? রাশিয়া ইউক্রেন সংকটের মধ্যেই বেড়েছে জ্বালানির মূল্য। তার খেসারত চোকাতে হবে আমজনতাকে। উল্লেখ্য, গত বছরে পরপর বেশ কয়েকবার গ্যাসের দাম বেড়েছে আকাশছোঁয়া। যার জেরে আমজনতার নাভিশ্বাস অবস্থা। কারণ গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য দ্রব্যের দাম বাড়তে শুরু করে। তবে ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় বেসামাল সাধারণ মানুষ।