ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ভাঙল পায়ের হাড়, হাসপাতালে কুণাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2023   শেষ আপডেট: 25/02/2023 9:47 p.m.
facebook.com/kgspeak

বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে

প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের ফাইনালে খেলতে নেমে গুরুতর চোট পেলেন পঞ্চাশোর্ধ কুণাল ঘোষ। ভাঙল ফিবুলা বোন। আপাতত হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা। আনন্দবাজারের তরফে জানা যাচ্ছে, তাঁর পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে। বুধবার তাঁর পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে।

প্রসঙ্গত এদিন প্রেসক্লাবে তিনি ফুটবল খেলছিলেন। খেলার ফাইনাল ম্যাচে তাঁর পায়ে আঘাত লাগে। প্রথমে সামান্য চোট পেয়েছেন মনে করলেও তাঁর পায়ের যন্ত্রণা বাড়তে থাকায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কুণাল ঘোষকে।

এদিন ফেসবুকে কুণালবাবু লেখেন, "টিম চ্যাম্পিয়ন। তবে পা ভাঙল! ,প্রেস ক্লাব আয়োজিত ফুটবলে 'রিপোর্টার্স কাপ।' ১৯৯৭ থেকে এত খেলছি। এই বুড়ো বয়সেও দুটো ম্যাচ পুরো খেললাম। তারপর ফাইনালের মাঝপথে পা-তে গুরুতর চোট। তারপরও সাইডে বসেছিলাম। সেলিব্রেশন হল। তারপর ব্যথা বাড়তে সটান বন্ধু তন্ময়কে ফোন করে 'প্রোব'-এ। এক্স রে হয়েছে। ফিবুলাতে বড় ফ্রাকচার। ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় ও ডাঃ পার্থ সরকারের সিদ্ধান্ত, এখন অস্থায়ী প্লাস্টার। বুধবার অপারেশন। প্লেট বসবে।"